1. admin@dainikdesherkontho.com : admin :
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ০৬:২২ অপরাহ্ন

ফেনীতে বিদ্যুতের খুঁটি স্থাপনের ২ মাসের মাথায় হেলে পড়ল

দৈনিক দেশের কন্ঠ
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১২১ Time View

ফেনী প্রতিনিধি | ফেনী আদালত পাড়াতে স্থাপনের ২ মাসের মাথায় হেলে পড়ল বিদ্যুতের খুঁটি দৈনিক দেশের কন্ঠ সংবাদ প্রকাশের পর অবশেষে সড়ক পাশে বিদ্যুতের খুঁটি কাজ করে বিদ্যুৎ বিভাগ।

রবিবার সকালে আজমেরী বেগম সড়ক আদালত পাড়া এলাকায় সিরাজ মিয়ার মার্কেট সামনে বিদ্যুৎতে খুঁটি ঠিক করা হয়। এতে স্বস্তি ফিরে আসে স্থানীয় জনগণের মধ্যে। শনিবার দৈনিক দেশের কন্ঠ নিউজ করা হলে। এতে টনক নড়ে প্রশাসনের।

উল্লেখ্য ফেনী আাদালত পাড়াতে স্থাপনের ২ মাসের মাথায় হেলে পড়ল বিদ্যুতের খুঁটি।

ফেনী আজমেরী বেগম সড়ক আদালত পাড়া এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপনের ২ মাসের মাথায় হেলে পড়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আদালত পাড়ায় রাস্তার পাশে সিরাজ মিয়ার মার্কেট উপর হেলে পড়ল বিদ্যুতের খুঁটি, আজমেরী বেগম সড়কে পৌরসভার রাস্তার পাশে স্থাপন করা আরো বিদ্যুতের কয়েকটি খুঁটি রয়েছে, বৃহস্পতিবার আংশিক হেলে পড়ে এবং একটি পুরোপুরি পড়ে যায়। এ ঘটনা নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় কামাল বলেন, আমরা বিদ্যুতের সেবায় অতিষ্ঠ। বিভিন্ন স্থানে একটু বাতাস হলেই খুঁটি পড়ে যায় অথবা তার ছিঁড়ে যায়। এসব ভোগান্তির শেষ কোথায়?
স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন মজুমদার জানান, ইলেকট্রিক পিলার কমপক্ষে আট ফুট মাটির নিচে থাকতে হয়। ওপরের অংশে ঢালাই দিতে হয় যদি টানা দেওয়ার পর্যাপ্ত জায়গা না থাকে। আর না হলে খুঁটি হেলে পড়ে। ফেনী ওয়াপদা অফিসের বিদ্যুৎ ইন্জিনিয়ার মোঃ এমদাদ জানান, ঠিকাদারে খুঁটির কাজ করেছে, দায়বদ্ধতা তাদের। আমরা খবর পেয়েছি খুব তারাতারি বেবস্থা নিতেছি আশাকরি দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

এবিষয়ে জানতে ওয়াপদা অফিসের প্রকৌশলী শহিদুল ইসলামকে বার বার ফোন করেও পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই নিউজ পোর্টালের কোন লেখা ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। © All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It