1. admin@dainikdesherkontho.com : admin :
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন

শুটিং চলছে পাঠান ছবির, শাহরুখের আইসোলেশনের খবর ভুয়া

দৈনিক দেশের কন্ঠ
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ১৪০ Time View

বিনোদন প্রতিবেদক | ২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সিনেমাটি। তারপরই সিনেমা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। ‘পাঠান’-ই তার কামব্যাক ছবি হতে চলেছে। বেশ কিছুদিন আগেই ছবির শুটিং শুরু করেছিলেন শাহরুখ।

কিন্তু এরইমধ্যে গুঞ্জন এলো করোনার থাবা বসিয়েছে শাহরুখের ‘পাঠান’ সিনেমার সেটে। সেটের এক ক্রু মেম্বার কোভিড পজিটিভ হয়েছেন। তার জেরে আইসোলেশনে গেছেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম এপিবি এক সূত্রের বরাতে দাবি করছে, কোনো ক্রু সদস্য কোভিড ১৯ এ আক্রান্ত হননি। তারা সবাই হোটেলে অবস্থান করছেন। শাহরুখ খান আইসোলেশনে যাননি এবং পাঠান ছবির শুটিংও পুরোদমে চলছে।

সিডিউল অনুযায়ী, গত সোম ও মঙ্গলবার শুটিং বন্ধ ছিল। যদি বুধবার মহারাষ্ট্র সরকার লকডাউন না দেয় তাহলে সিডিউল অনুযায়ী পাঠান ছবির শুটিং এগোবে।
এপিবির প্রতিবেদনে পাঠান ছবির টিম শাহরুখ অনুরাগীদের গুজবে কান দেওয়ার আহবান জানিয়েছেন।
শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে চতুর্থবার অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। তাদের আগের ছবিগুলো হলো ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার; যেগুলো বক্স অফিসে ঝড় তুলেছিল।

করোনা থাবায় জবরদস্ত যে বলিউড সে খবর মিথ্যা নয়। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর থেকে ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, একের পর এক তারকা করোনা আক্রান্ত হয়েছেন।

বলিউড তারকাদের সংক্রমণে চিন্তিত মুম্বাইয়ের ফিল্ম ফেডারেশনও। সংস্থাটি শুটিং সেটে তারকাদের ব্যক্তিগত কর্মীর সংখ্যা কমানোর অনুরোধ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই নিউজ পোর্টালের কোন লেখা ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। © All rights reserved © 2021
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It